seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

Imam Uddin

SEO Expert | Blogger

স্কাউটরা সম্পূর্ণ নিজস্ব আত্মত্যাগের মাধ্যমে মানব সেবায় লিপ্ত থাকে

 চাঁদপুরে হিলশা সিটি ওপেন স্কাউট গ্রæপের আয়োজনে এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহ-আয়োজনে ৩ দিনব্যাপী মুজিববর্ষ স্কাউট ক্যাম্পের শুভ সূচনা করা হয়েছে। গতকাল ১১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে ৩ দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

স্কাউটরা সম্পূর্ণ নিজস্ব আত্মত্যাগের মাধ্যমে মানব সেবায় লিপ্ত থাকে


মুজিববর্ষ স্কাউট ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। তিনি তার বক্তব্যে বলেন, স্কাউটরা সবসময়েই জনগণের সেবা করে থাকে। বিভিন্ন পেশা রয়েছে, যেখানে পারিশ্রমিক নিয়ে কাজ করে থাকে। কিন্তু স্কাউটরা সম্পূর্ণ নিজস্ব আত্মত্যাগের মাধ্যমে মানব সেবায় লিপ্ত থাকে। নিজের যোগ্যতা ও সততার সাথে তারা মানবসেবা করে থাকে।

তিনি আরো বলেন, সামাজিকতার কাজে তরুণরা জড়িত থাকলে তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়াতে পারবে না। অস্ত্র দিয়ে সবকিছু মোকাবেলা করা যায় না। কলম ও যোগ্যতা দিয়ে সবকিছু জয় করা যায়। প্রতিটি মানুষের দায়িত্ব অসময়ে (দুর্যোগকালীন সময়ে) মানুষের সেবা করা। করোনাকালেও দেখেছি স্কাউটের ছোট ছোট ছেলেরা মানুষের সেবায় জড়িত ছিলো। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ অ্যাড. হেলাল হোসাইন ও রোটারি ক্লাব অব হাজীগঞ্জে সভাপতি ও অগ্রসর বাংলাদেশের উপদেষ্টা ইঞ্জিঃ রোটাঃ নিশান রহমান।

হিলশা সিটি ওপেন স্কাউট গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ সোহেল রানা'র সভাপতিত্বে ও ইউনিট লিডার মেহেদী হাসান পিয়াসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রোগ্রাম চীফ সফিউল আলম। ৩ দিনব্যাপী মুজিববর্ষ স্কাউট ক্যাম্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাসুদ দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রæপ সম্পাদক ওয়ালিদ হোসেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলি ভুট্ট, হিলশা সিটি ওপেন স্কাউট গ্রæপের উপেক্ষা ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন স্কাউট তাহমিদুল ইসলাম সামি ও পবিত্র গীতা পাঠ করেন স্কাউট তীর্থ।


Comments

Dark Template