seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

Imam Uddin

SEO Expert | Blogger

চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে জাটকাসহ লঞ্চের দু’ স্টাফ আটক

 চাঁদপুরের নৌ-থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান জাটকাসহ লঞ্চের দু’ স্টাফকে আটক করেছে। রুহুল আমিন হাওলাদারের তদারকির যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকাসহ লঞ্চের দু’ স্টাফকে আটক করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদে খবর পেয়ে নৌ-থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জহিরুল হকের নেতৃত্বে মেঘনা মোহনায় অভিযান চালায়। এ সময় রাঙ্গাবালি- ঢাকা নৌ পথে চলাচলকারী এম ভি জামাল-২ লঞ্চ থেকে ২ হাজার ৮শ’ কেজি জাটকা ও এডভেঞ্জার লঞ্চ থেকে ১ হাজার ৬শ’ কেজিসহ মোট ৪ হাজার ৪শ’ কেজি জাটকা মাছ জব্দ করেছে। এ সময় জামাল-২ লঞ্চের সুপারভাইজার টাঙ্গাইল জেলার বাসাইল থানার টেঙ্গুরিয়া পাড়ার মোঃ ফরিদ (৬০) ও টিকেট কেরানী পটুয়াখালি জেলার গলাচিপা থানার রতনদি গ্রামের মোঃ সরোয়ার আলম (৫০)-কে আটক করে।

চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে জাটকাসহ লঞ্চের দু’ স্টাফ আটক


চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহিরুল হক বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধিত ২০১০ এর ৫/(১) ধারার আপরাধে মামলা করা হয়েছে। পলাতক আসামীরা হলো : শাহজাহাল (৪২), আলাউদ্দিন মিয়া ও আব্দুর রাজ্জাক।


Comments

Dark Template