seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

Imam Uddin

SEO Expert | Blogger

চাঁদপুরে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

 চাঁদপুরে ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় দিবস হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়েছে।

চাঁদপুরে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান


৮ আগস্ট রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালি আলোচনা সভার সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 

দেশের জন্য বঙ্গমাতার বিভিন্ন অবদান নিয়ে আলোচনা হওয়া এ সভায় অংশ নেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুরের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস প্রমুখ। 

আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলায় ৫৬ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ৩০ জন নারীকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

Comments

Dark Template