seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

Imam Uddin

SEO Expert | Blogger

কসাই সেজে ‘ছিনতায়ের চেষ্টা’, গ্রেপ্তার ৬

কোরবানির ঈদের আগে রাজধানীর উত্তরায় ছোরা হাতে ঘোরাঘুরির সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কসাই সেজে ‘ছিনতাইয়ের প্রস্তুতি’ নিচ্ছিল বলে পুলিশের ভাষ্য।



গ্রেপ্তাররা হলেন:  মো. আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), মো. দুলাল খান (২২), মো. আব্দুস সাত্তার (২৪) ও মো. রাকিব (১৯)। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড উদ্ধারের কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার মধ্য রাতে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় ছুরি হাতে তাদের ঘোরাঘুরি করতে দেখলে পুলিশের সন্দেহ হয়।

“পুলিশ সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধরা হলে নিজেদের কসাই বলে দাবি করে।"

পরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এরা কসাই না, ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে তারা মাঠে নেমেছিল।

“গত কয়েক দিন ধরে তারা গরু বেপারীদের টার্গেট করছিল। ঈদ ঘনিয়ে এলে তারা নতুন কৌশল হাতে নেয়। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই কসাইয়ের ছদ্মবেশে ঘুরছিল। কারণ এই পরিচয়ে ছুরি হাতে চলাফেরা করতে পারবে।"

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন এর আগে মলমূত্র গায়ে মেখে পাগলের ভান করেও ছিনতাই করেছে বলে জানান ওসি।

ওই ছয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Comments

Dark Template