seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

Imam Uddin

SEO Expert | Blogger

চাঁদপুরে উচ্চস্বরে হর্ণ বাজানোর দায়ে ৪ চালককে অর্থদন্ড

 শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা না মেনে উচ্চস্বরে হর্ণ বাজানোর দায়ে চাঁদপুরে ৪ গাড়ি চালককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদÐ করেছে ভ্রাম্যমান আদালত।

চাঁদপুরে উচ্চস্বরে হর্ণ বাজানোর দায়ে ৪ চালককে অর্থদন্ড


গতকাল ১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার চাঁদখাঁর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অহেতুক হর্ণ না বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের মাঝে প্রচারণা চালানো হয়। একই সাথে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধান লংঘনের জন্য ৪ জন গাড়ি চালককে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, শব্দদূষণের ফলে শ্রবণ শক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়, হৃদরোগসহ মস্তিষ্ক বিকৃতি ঘটে, উচ্চ রক্তচাপ ও ফুসফুসজনিত জটিলতা দেখা দেয়, ক্ষুধামন্দা ও মানসিক চাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়, অনিদ্রা ও স্মরণ শক্তি হ্রাস পায়। তাই শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে নির্ধারিত শব্দ মানের অধিক শব্দ সৃষ্টি, হাসপাতাল, সরকারি অফিস, আবাসিক এলাকায় অহেতুক হর্ণ বাজানো এবং উচ্চস্বরে হর্ণ বাজানো নিষেধ এবং দন্ডনীয় অপরাধ। শব্দদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, রিক্তা খাতুন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


Comments

Dark Template