seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

Imam Uddin

SEO Expert | Blogger

জাতীয় ঈদগাহ প্রস্তুত

একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে কোরবানির ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ।

রোববার সকাল ৮টায় এই জামাতের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।



সরকারের মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জামাতে নামাজ পড়বেন ঈদের সকালে। সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও নেওয়া হয়েছে ইতোমধ্যে।

ঈদের আগের দিন শনিবার সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র তাপস।

তিনি বলেন, “গত ঈদুল ফিতরে যেভাবে ঢাকাবাসী ঈদের জামাতে উপস্থিত হয়েছেন, পরিবার নিয়ে জামাতে অংশগ্রহণ করে ঈদের নামাজ আদায় করেছেন এবং অত্যন্ত সন্তোষজনক পরিবেশে ফিরে গেছেন, আমরা আশা করছি আগামীকালও সুষ্ঠু পরিবেশ এবং সন্তোষজনক পর্যায়ে সকলে এখানে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশ নিতে পারবেন।”

মহামারীর কারণে গত দুই বছর চারটি ঈদে ঈদগাহ ছিল আয়োজনশূন্য। কোভিডবিধির কড়াকড়িতে ঈদ জামাত সীমিত ছিল চার দেয়ালের ভেতর, কোলাকুলিতেও ছিল মানা।  গত মে মাসে রোজার ঈদের প্রধান জামাত  ঈদগাহে ফেরে। এবার কোরবানি ঈদেও সে ব্যবস্থা হয়েছে।  

এক সময় জাতীয় ঈদগাহে ঈদের জামাতে লাখো মানুষের অংশগ্রহণ থাকলেও এখন ৩৫ হাজার মানুষের ব্যবস্থা কেন করা হচ্ছে জানতে চাইলে দক্ষিণ সিটির মেয়র বলেন, “যেহেতু করোনা আবারো ঊর্ধ্বমুখী, সেহেতু সকলে স্বাস্থ্যবিধি মেনে প্রধান জামাতে উপস্থিত হবেন- এইটুকু সকলের কাছে নিবেদন।

“আমাদের যে সক্ষমতা, এই পুরো জাতীয় ঈদগাহ নিয়ে, সেখানে আমরা ৩৫ হাজার মুসল্লিকে আমন্ত্রণ করছি। সকলে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দ উৎসবের মাঝে এই ঈদের জামাতে অংশগ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।”

মেয়র বলেন, ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়। যদি সকালে প্রবল বৃষ্টি হয়, যদি পরিস্থিতি সেরকম নাজুক অবস্থায় যায়, তাহলে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত হবে।”

“আমরা এ পর্যন্ত আবহাওয়া বিভাগের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি, আশা করা যাচ্ছে, কাল সকালে বৃষ্টি হবে না। দিনের বেলা কিছু বৃষ্টি হতে পারে। আমরা আশাবাদী, কালকে জাতীয় ঈদগাহে সকলে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন।”

ঢাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মেয়র।

তিনি বলেন, “সকলে মুখে মাস্ক লাগিয়ে আসবেন, বাচ্চাদের মুখেও যেন মাস্ক থাকে- এটি নিশ্চিত করতে হবে। ধর্ম মন্ত্রণালয় থেকে যেভাবে স্বাস্থ্যবিধি দেওয়া আছে, সেই অনুশাসনগুলো পরিপালন করতে সবাইকে অনুরোধ করব।”

জাতীয় ঈদগাহের নিরাপত্তায় এবার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিটিটিভি ক্যামেরা। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান সকালে নিরাপত্তা আয়োজন ঘুরে দেখেন।

তিনি সাংবাদিকদের বলেন, “এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। যতগুলো গুরুত্বপূর্ণ ঈদ জামাতের লোকেশন আছে, সেটাকে কাভার করার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি।”

ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে প্যান্ডেল টাঙ্গানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে টাঙানো হয়েছে বড় বড় ব্যানার। এছাড়া ‘ঈদ মোবারক’ লেখা ব্যানারও রয়েছে। প্যান্ডেলের নিচে কার্পেট বিছানোর পাশাপাশি সিলিং ফ্যান, লাইট ও মাইকের ব্যবস্থা করা হয়েছে।

Comments

Dark Template